প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
কল্পতরু উৎসবের ধর্মসভা ও শিক্ষাবৃত্তি প্রদানকালে কাজী শাহাদাত
আদর্শিক চিন্তা-চেতনা দিয়ে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে
ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী শ্রী রামকৃষ্ণদেবের শুভ কল্পতরু ও বার্ষিক উৎসব। গত ১ জানুয়ারি শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিন ২ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় স্বর্গীয় মনোরঞ্জন পাল শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ এবং ‘স্বামী বিবেকানন্দ ও আজকের সমাজ’ শীর্ষক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত।
তিনি তাঁর বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক চেতনা ছাড়া এই পৃথিবীতে শান্তি স্থাপন করা যাবে না। আদর্শিক চিন্তা-চেতনা দিয়েই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, যা বিবেকানন্দসহ সকল ধর্মের মহাপুরুষগণ অনুভব করেছেন। আমরা স্ব স্ব ধর্ম সঠিকভাবে পালনের মধ্য দিয়েই আমাদের সমাজটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবো-এই হোক আমাদের সকলের অঙ্গীকার।
আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজের সভাপ্রধানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাগেরহাট রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী কালিকেশানন্দ মহারাজ। বক্তব্য রাখেন চাঁদপুর মেরিন একাডেমির ইন্সট্রাকটর প্রকৌশলী সৌরদীপ খাস্তগীর। স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের সহ-সম্পাদক শ্যামসুন্দর মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশ্রম পরিচালনা পর্ষদের সদস্য পরিমল চন্দ্র চন্দ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আশ্রমের সহ-সভাপতি দেবেষ চন্দ্র সাহা, সহ-সম্পাদক নির্মল চন্দ্র পাল, সদস্য সুজিত চক্রবর্তী, কিশোর সিংহ রায় ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিকাশ মজুমদার টিটু প্রমুখ।
এদিন ভোর ৫টা থেকে মঙ্গলারতি, সমবেত প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুরের পূজা, ধর্মগ্রন্থ থেকে পাঠ ও ভজন সঙ্গীত, শ্রী শ্রী স্বামীজীর প্রতিকৃতিসহ মন্দির প্রদক্ষিণ, ভোগ, পুষ্পাঞ্জলি প্রদান, হোম ও দুপুরে আলোচনা সভা, স্বর্গীয় মনোরঞ্জন পাল স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান ও গরিব-দুঃখী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে প্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় সংগীত পরিবেশন করেন শান্তি রক্ষিতসহ আশ্রমের শিক্ষার্থীগণ। ১৫ জন শিক্ষার্থীর মাঝে মনোরঞ্জন পাল শিক্ষা বৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য, আমেরিকা প্রবাসী প্রফেসর ড. অরুণ চন্দ্র পাল তাঁর বাবার নামে এই শিক্ষাবৃত্তি চালু করেন। বিগত কয়েক বছর যাবৎ আশ্রমের কল্পতরু উৎসবে এই শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রবাসী অরুণ পাল নিজে স্বামী বিবেকানন্দের অনুসারীদের একজন।
আজ ৩ জানুয়ারি বুধবার ভোর ৫টা থেকে মঙ্গলারতিসহ ধর্মীয় অনুষ্ঠানাদি এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পরিসমাপ্তি হবে ৩ দিনব্যাপী শুভ কল্পতরু ও বার্ষিক উৎসবের।