প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিএনপি নেতা বাতেন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা হরিপুর চৌধুরী বাড়ির মরহুম আঃ বাসেত (কাঞ্চন) চৌধুরীর সহধর্মিণী এবং বিএনপি নেতা আবদুল বাতেন চৌধুরী ও আবদুল বারী (মিতু) চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম আঃ বাসেত (কাঞ্চন) চৌধুরীর সহধর্মিণীর মৃতদেহ ৩১ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ৮টায় জেলা সদরের গণি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমার মৃতদেহ তার স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ২য় জানাজার পরপরই বাতেন চৌধুরীর বাবা মরহুম আঃ বাসেত (কাঞ্চন) চৌধুরী, দাদা বদিউর রেজা চৌধুরী (ছোট কর্তা) এবং দাদীর কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, বাতেন চৌধুরীর মা গত ৩০ ডিসেম্বর শনিবার দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্তেকাল করেন।