শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুরে অষ্টম শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থীরা পায়নি নতুন বই

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলায় মাধ্যমিক স্তরের উচ্চ বিদ্যালয়ে ৯০ ভাগ বই আসলেও মাদ্রাসাগুলো অষ্টম শ্রেণীর কোনো বই পায়নি। যার ফলে জেলার মাধ্যমিক স্তরের ৯৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা নতুন বই থেকে বঞ্চিত। ১ জানুয়ারি সোমবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়। কিন্তু মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বই না পেয়ে অনেকেই মন খারাপ করে বাড়ি ফিরে গেছে। ফরিদগঞ্জ রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শাহরাস্তি ভোলদিঘি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলার বাগাদী সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাহফুজুল্লাহ ইউসুফী, শহরের আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক আব্দুল হামিদ জানান, মাদ্রাসার অষ্টমম শ্রেণী ছাড়া বাকি সকল শ্রেণীর শিক্ষার্থীদের বই এসেছে এবং বিতরণ করা হচ্ছে। অষ্টম শ্রেণীর বই কবে পাওয়া যাবে এমন নির্দিষ্ট তারিখ জানে না কেউ।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাদ্রাসার সব বই এসেছে। কিন্তু অষ্টম শ্রেণীর বই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি এমন তথ্য তিনি জানেন না।

এদিকে মাধ্যমিক স্তরের স্কুল প্রধানদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যালয়গুলোতে অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান, নবম শ্রেণীর সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, জীবন ও জীবিকা এবং ইসলাম শিক্ষা বই আসেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই কারণে যে, বছরের শুরুতে আমরা বই বিতরণ করতে পেরেছি। এই জেলায় প্রাথমিক পর্যায়ে ১২ লাখ ৩৬হাজার বই বিতরণ হচ্ছে। আর মাধ্যমিক স্তরে চাহিদা ২২ লাখ ৬৬ হাজার বই। এর মধ্যে ৯০ভাগ বই এসেছে। বাকি বই এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে চলে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়