শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০

বছরের প্রথমদিন বই উৎসব বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী চিন্তা

------------------আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো ॥
বছরের প্রথমদিন বই উৎসব বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী চিন্তা

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকারের যতগুলো বড় ধরনের সফলতা রয়েছে, ইংরেজি নূতন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নূতন বই তুলে দেয়া এর মধ্যে অন্যতম। সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে গত ১৫ বছর ধরে এই ধারা অব্যাহত রেখেছে। ফলে ১ জানুয়ারি আজ শিক্ষার্থীদের কাছে একটি উৎসবের দিনে পরিণত হয়েছে। অথচ এক সময়ে বছরের অর্ধেক সময় পার হয়ে গেলে হাতগোনা কয়েকটি নূতন বইয়ের দেখা মিলতো। এসব হচ্ছেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতার ফল। শিক্ষার্থীদের কাছ থেকে লেখাপড়ার বোঝা কমাতে নতুন কারিকুলাম শুরু হয়েছে। ফলে শিক্ষার্থীরা আজ পড়ালেখার মধ্যেই বাস্তবধর্মী জ্ঞান লাভ করছে। এসব জ্ঞানার্জনের মাধ্যমে ভবিষ্যতে লেখাপড়া শেষ করে বেকার বসে থাকতে হবে না। সকলেই কর্মমুখি জীবনে প্রবেশ করতে পারবে। আজ আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি, বছরের প্রথমদিন বই উৎসব বঙ্গবন্ধু কন্যা দূরদর্শী চিন্তা।

১ জানুয়ারি সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়েরও বই উৎসবের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ভাটিরগাঁও সপ্রাবির প্রধান শিক্ষক দিলীপ রায়ের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। একইভাবে সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠিত হয়। উভয় প্রতিষ্ঠানে আলোচনা শেষে প্রধান অতিথি নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়