শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

প্রত্যেক ডুবে ডুবে কিন্তু শালুক উঠে না, তাই কল্পনা ছেড়ে বাস্তবে আসুন

----------------ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

প্রবীর চক্রবর্তী ॥
প্রত্যেক ডুবে ডুবে কিন্তু শালুক উঠে না, তাই কল্পনা ছেড়ে বাস্তবে আসুন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, ‘মারি হালাইউম, কাটি হালাইউম, সারাদিন ভোট দিলেও লাভ নাই, বিকালে আমরাই জিতমু’ এ ধরনের কথা বলে লাভ নাই। প্রত্যেক ডুবে ডুবে কিন্তু শালুক উঠে না, তাই কল্পনা ছেড়ে বাস্তবতায় আসুন। কেউ আপনাকে জিতিয়ে দেয়ার জন্য বসে নেই। একমাত্র জনগণই পারে সম্মান দিতে, আবার কেড়ে নিতে। আগামী ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনোরকম অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ভোট অন্য প্রতীকে দেউক বা আমার প্রতীক ঈগল-এ দেউক সমস্যা নাই, কিন্তু কাউকে বাধা দেয়া যাবে না। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য আমরা জনগণের পাশে রয়েছি। ইতিমধ্যেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা চলছে। তাদের এই চেষ্টা কোনোদিনও সফল হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণ্যযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর। তাই তিনি আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছি তাদের কখনো বলেন নি যে অন্য প্রতীকে নির্বাচন করা যাবে না।

৩১ ডিসেম্বর রোববার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর, শাশিয়ালী, কড়ৈতলী, চৌরঙ্গী, ভাওয়াল, আস্টাসহ বিভিন্ন এলাকায় অফিস উদ্বোধন ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এমরান চৌধুরী, তোফায়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান হোসাইন আহমদ রাজন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আঃ খালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল মিয়াজী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়