প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০
এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন রাসেল ও সেক্রেটারি কামাল হোসেন
এপেক্স ক্লাব অব চাঁদপুরের ২০২৪ সনের জন্যে অর্থাৎ আগামী এক বছরের জন্যে প্রেসিডেন্ট এপেঃ শেখ মহিউদ্দিন রাসেল ও সেক্রেটারী এপেঃ অ্যাডঃ কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। সম্প্রতি চাঁদপুর বার সমিতির হলরুমে ক্লাবের এজিএমণ্ডএ এমন ঘোষণা দেয়া হয়।
শেখ মহিউদ্দিন রাসেল ২০২১ সনে ক্লাবের সার্ভিস ডিরেক্টর, ২০২২ সনে ক্লাব সেক্রেটারী ও ২০২৩ সনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি এসব দায়িত্বে থাকাকালীন ক্লাবের জাতীয়, জেলা-৮ ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অ্যাওয়ার্ড লাভ করেন। এপেঃ অ্যাডঃ কামাল হোসেন ২০২২ সনে ক্লাবের ফ্লোর মেম্বার, ২০২৩ সনে সার্ভিস ডিরেক্টর ছিলেন। তিনি তার দায়িত্বে থাকাকালীন স্থানীয়ভাবে অ্যাওয়ার্ড লাভ করেন। তাদের এ দায়িত্ব প্রদানে ক্লাবের জাতীয়, জেলা-৮ ও স্থানীয় ক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও সহযোগিতা কামনা করেন।