শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

আশ্রাফপুর ইউনিয়নে নৌকার সমর্থনে গণসংযোগ ও পথসভা

ফরহাদ চৌধরী ॥
আশ্রাফপুর ইউনিয়নে নৌকার সমর্থনে গণসংযোগ ও পথসভা

কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর শনিবার আওয়ামী লীগের আশ্রাফপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ৭নং ওয়ার্ডের পনশাহী, জুনাশর ও ধামাই গ্রামে গণসংযোগ করা হয়। গণসংযোগ শেষে একটি বিরাট মিছিল ওই ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পনশাহী পাইওনিয়ার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকিল আহমেদ বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য কাজী ওমর ফারুক শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক সফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন পাটওয়ারী, কচুয়া উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার নবু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দাস, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক লিটন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উল্যাহ কাউছার, সদস্য সচিব কামরুল, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ ফরাজী প্রমুখ।

উল্লেখ্য, বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপ নেয়। সকল অপপ্রচার ও বাধা বিঘ্নকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসে ভোট দিবে বলে উপস্থিত জনতা হাত তুলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়