শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাপার নির্বাচনী ইশতেহার

গ্রীন ফরিদগঞ্জ উপহার দিতে চান সাজ্জাদ রশিদ

প্রবীর চক্রবর্তী ॥
গ্রীন ফরিদগঞ্জ উপহার দিতে চান সাজ্জাদ রশিদ

রাজশাহী সিটি কর্পোরেশনের আদলে গ্রীন ফরিদগঞ্জ উপহার দেয়ার ঘোষণা দিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জাতীয় পার্টি প্রার্থী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন। ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে তিনি ১২ দফার ইশতেহার ঘোষণাকালে একথা বলেন।

তিনি বলেন, স্মার্ট ফরিদগঞ্জ বিনির্মাণে আমার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের হার্ড-স্কিলের বৃদ্ধির সাথে সাথে সফট স্কিল বৃদ্ধিতেও কাজ করবো আমি। আমাদের শিক্ষার্থীরা যাতে লেখাপড়া শেষ করেই বেকার না থাকে। মাদক-সন্ত্রাস দূর করতে খেলাধুলাকে সর্বোচ্চ উৎসাহ প্রদান করবো। পরিচ্ছন্ন তথা গ্রীন ফরিদগঞ্জ উপজেলা করার জন্য আমি স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আপনাদেরকে রাজশাহী সিটি কর্পোরেশনের আদলে গ্রীন ফরিদগঞ্জ উপহার দিবো। এজন্য ফরিদগঞ্জবাসীর সহযোগিতা চাই। আমি এখানে আপনাদের সহযোগিতা করতে এসেছি। আপনাদের একজন হয়ে আগামী ৫ বছর পাশে থাকতে চাই। এজন্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের ভোট দিয়ে অংশীদার হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, মানুষের কষ্ট আমরাও বুঝি। সেজন্য আমরা কাজ করতে চাই। এজন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। সিন্ডিকেট ভাঙ্গতে হলে সিন্ডিকেটের সদস্যদের নিয়েই কাজ করতে হবে। তবে অবশ্যই তা একদিনে সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই তার বাস্তবায়ন সম্ভব। যেমনটি স্বপ্ন দেখেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টি এদেশের মানুষকে নিয়ে ভাবে বলেই একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসিসহ সকলকে চাপ দিয়ে যাচ্ছে।

প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, সহ-সভাপতি মোঃ হারুনুর রশীদ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজ শেখ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ স্বপন পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ রায়হান বাদল, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন দুলাল, পৌর সভাপতি ইলিয়াস হোসেন পাটওয়ারী, যুব সংহতি আহব্বায়ক মোঃ বাবুল শেখ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়