প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
তরপুরচণ্ডীতে উঠোন বৈঠকে ডাঃ দীপু মনি
শেখ হাসিনার আগে কোনো সরকার এতো উন্নয়ন করতে পারেনি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব ডাঃ দীপু মনি বলেছেন, শেখ হাসিনার আগে কোনো সরকার এতো উন্নয়ন করতে পারেনি। যার ফলে গত ১৫ বছরে দেশে এতো উন্নয়ন হয়েছে। আর যে সরকার এতো উন্নয়ন করেছে সেই সরকারকেতো একটা ভোট দেয়াই যেতে পারে। কাজেই কোন্ মার্কায় ভোট দিবেন? নৌকা মার্কায় ভোট দিবেন। মনে রাখবেন, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেই দেশ এগিয়ে যাবে।
গতকাল ২৭ ডিসেম্বর বুধবার সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নের রফিক ডাক্তারের বাড়িতে আয়োজিত উঠোন বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, গত ১৫ বছরে উন্নয়ন হইছে কি না? আর এই ১৫ বছরে আপনাদের সবচেয়ে বড় দাবি ছিলো নদীর ভাঙ্গন থেকে রক্ষা করা। সেই কাজ হইছে কি না? চাঁদপুরে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আধুনিক নৌ-টার্মিনাল হইছে কি না? আপনাদের এমপির কি কোনো বদনাম আছে? তাহলে কি একটি ভোট পেতে পারি? কাজেই কোন্ মার্কায় ভোট দিবেন? নৌকা মার্কায় ভোট দিবেন। নিজে তো দিবেনই আত্মীয়-স্বজন সবাইকে সাথে নিয়ে যাবেন।
তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর সভাপ্রধানে বৈঠকে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, কারওয়ান বাজার যুবলীগের সিনিয়র নেতা ব্যবসায়ী রফিক ডাক্তারসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।