শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে উঠান বৈঠক

আমাকে নির্বাচিত করার পর চাঁদপুরে উন্নয়নের ছোঁয়া লেগেছে

---------শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

স্টাফ রিপোর্টার ॥
আমাকে নির্বাচিত করার পর চাঁদপুরে উন্নয়নের ছোঁয়া লেগেছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বিগত ৩৫ বছরে ৭জন এমপি আপনারা পেয়েছেন। কিন্তু কোনো উন্নয়ন কি হয়েছে? উন্নয়নতো হয়নি। কিন্তু এ হাপানিয়াতে নির্যাতনের চিহ্ন রয়ে গেছে। ৩৫ বছর পর নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পর চাঁদপুরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমি আপনাদের ভোটে তিনবার নির্বাচিত হয়ে দুইবার মন্ত্রী পদ পেয়েছি বলেই উন্নয়ন কাজগুলো করতে পেরেছি। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের লালদিয়া ও হাপানিয়াতে উঠোন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগে অসুখ হলে অনেক দূরে মানে জেলা শহরের সরকারি হাসপাতালে নিয়ে যেতো হতো। এখন গ্রামেই কমিউনিটি ক্লিনিক হয়েছে। এজন্যে আমাদের শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে। সারাদেশে শিক্ষার ক্ষেত্রে আজ আমূল পরিবর্তন হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হচ্ছে। চাঁদপুরে টেকনিক্যাল স্কুল আছে, যেখানে নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। মেডিকেল কলেজ, বিদেশগামীদের জন্যে প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আধুনিক নৌবন্দরের কাজ শুরু হয়েছে। এমন কোনো সেক্টর নেই, যে সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

মন্ত্রী বলেন, এখন গ্রামের স্কুলগুলো খুবই সুন্দর এবং পাকা। ছেলেমেয়েরা খুবই মনোরম পরিবেশে পড়ালেখা করতে পারে। প্রত্যেকের বাড়ির সামনে পাকা রাস্তা। পাকা ছাড়া খুব কমই রাস্তা আছে। আমাদের মা-বোনেরা আগের চাইতে অনেক ভালো আছেন। শেখ হাসিনার কারণে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের চাঁদপুরও অনেক উন্নত হয়েছে। আমরা চাই উন্নয়ন এবং ভালো থাকতে। আমরা এখন যেমন আছি, আমরা চাই ছেলে-মেয়েরা আরো ভালো থাকবে।

দীপু মনি বলেন, আগামী ৭ জানুয়ারি চাঁদপুর-৩ আসনের ৫ লক্ষ ৯ হাজার ভোটার প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। যে যাই বলুক না কেন, এবার অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে। সেই ভোটে আমরা সবাই অংশ নিব।

আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান এবং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল মাস্টার।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ সালমা হাই টুনী, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অ্যাডঃ জেসমিন সুলতানা, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, জেলা কৃষকলীগের আহ্বায়ক আজিজ খান বাদল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহিদা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়