প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
রাজারগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল খান (৮৩) গত ২৪ ডিসেম্বর কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। পরদিন ২৫ ডিসেম্বর সকাল ৮টায় পশ্চিম রাজারগাঁও মজুমদার বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে জানাজা ও গার্ড অব আনার শেষে দক্ষিণ পশ্চিম রাজারগাঁও খান বাড়ির নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে ৩ মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন গার্ড অব অনারে নেতৃত্বদানকারী হাজীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মেহেদী হাছান মানিক, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ ছিদ্দিকুর রহমান, মরহুমের মেঝো জামাতা ৬নং উপদী ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল পাশা, ছোট জামাতা বাংলাদেশ পুলিশের কর্মরত এসআই মোঃ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেনসহ এলাকার সকল মুসল্লিয়ানে কেরাম।
জানাজায় ইমামতি করেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ ছিদ্দিকুর রহমান।