শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

নোয়াখালীতে বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪

আজ বুড়িচং সংসদের সাথে খেলবে সোনালী অতীত চাঁদপুর একাডেমী

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
আজ বুড়িচং সংসদের সাথে খেলবে সোনালী অতীত চাঁদপুর একাডেমী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত একাডেমীগুলোকে নিয়ে শুরু হয়েছে বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪। দেশের ১৬টি জোনে খেলবে দলগুলো। জোন-১৩ নোয়াখালীতে চাঁদপুর, নোয়াখালীসহ কুমিল্লার ৩টি একাডেমী শহীদ ভুলু স্টেডিয়ামে খেলবে। গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে নোয়াখালীতে চ্যাম্পিয়নশীপের খেলাগুলো শুরু হয়েছে। আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় নোয়াখালীতে বুড়িচং ক্রীড়া সংসদ (কুমিল্লা)-এর সাথে খেলতে নামবে সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমী চাঁদপুরের অনূর্ধ্ব ১৫ দলটি।

নোয়াখালী জোনে অংশ নেয়া দলগুলো হলো : সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমী চাঁদপুর, স্টার ফুটবল একাডেমী (নোয়াখালী), ইলিয়টগঞ্জ ফুটবল একাডেমী (কুমিল্লা), বুড়িচং ক্রীড়া সংসদ (কুমিল্লা) ও গৌরিপুর ফুটবল একাডেমী (কুমিল্লা)। চাঁদপুরের দলটি ২৩ ডিসেম্বর দুপুর ১২টায় একই ভেন্যুতে গৌরিপুর ফুটবল একাডেমী, ২৫ ডিসেম্বর দুপুর আড়াইটায় একই ভেন্যুতে ইলিয়টগঞ্জ ফুটবল একাডেমী (কুমিল্লা) ও ২৭ ডিসেম্বর দুপুর আড়াইটায় স্টার ফুটবল একাডেমী (নোয়াখালী)-এর সাথে খেলবে।

চাঁদপুরের দলটি বৃহস্পতিবার সকালে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে। দলটিতে একাডেমীর বয়স ভিত্তিক ফুটবলার (অনূর্ধ্ব-১৫)দের নেয়া হয়েছে। দলটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং একাডেমীর সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী। দলের ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজী।

সোনালী অতীত ফুটবল একাডেমী চাঁদপুরের খেলোয়াড়রা হলো : দ্বীপ দাস, নাইম হোসেন, ইমন হোসাইন, সূর্য দাস, শ্রীকান্ত বাসফোর, তাওহীদ, আজিজ, শ্রাবন, শেখ ফরিদ রহমান, নাজিম, নাইম হোসেন, জিসান, তাওহীদ তানসীন, সাইফ হোসাইন, আশিকুর রহমান, রাসেল, জয়, অসীম হোসাইন, রাকিবুল ইসলাম, আরিফুল হক, জিহাদ, সাকিল বেপারী, তালহা ও কাফিদ মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়