প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সাংবাদিক আলমগীর পাটওয়ারীর মায়ের দাফন সম্পন্ন
সাংবাদিক আলমগীর পাটওয়ারীর মা মরহুমা কুহিনূর বেগমের (৭১) দাফন সম্পন্ন হয়েছে। তিনি ২০ ডিসেম্বর রাত ১২টা ৫ মিনিটে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। পরে বাদ জোহর শহরের পুরাণ আদালতপাড়া জামে মসজিদের সামনে জানাজা শেষে চাঁদপুর পৌর গোরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন পুরাণ আদালতপাড়া জামে মসজিদের খতিব মুফতী আনোয়ারুল হক নেছারী।
জানাজার নামাজে অংশ নেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্লাহ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সিনিয়র সাংবাদিক ফারুক আহম্মেদ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, কাউন্সিলর ইউনুস শোয়েব, সোহেল রানা। জানাজার পূর্বে মরহুমার বড় ছেলে মোস্তফা পাটওয়ারী তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শোক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আলমগীর হোসেনের মায়ের মৃত্যুতে অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী গভীর শোক প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।