শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

প্রয়াত বন্ধু আলমগীর খানের পরিবারের কল্যাণে

বাংলাদেশ ’৮৮ চ্যারিটি ফোরামের সহযোগিতা

এক লক্ষ টাকার চেক প্রদান

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ’৮৮ চ্যারিটি ফোরামের সহযোগিতা

‘মানবতার জন্য বন্ধু’-এ শ্লোগানে ’৮৮ ব্যাচের প্রয়াত বন্ধু আলমগীর খানের পরিবারের কল্যাণে বাংলাদেশ ’৮৮ চ্যারিটি ফোরামের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ’৮৮ চাঁদপুর জেলা প্যানেলের আয়োজনে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রয়াত বন্ধু আলমগীরের স্ত্রীর হাতে ১ লাখ টাকার চেক ও নগদ সাড়ে চার হাজার টাকা তুলে দেয়া হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ’৮৮ চাঁদপুর জেলা প্যানেলের কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন খোদেজা বেগম, মাকসুদুল মাওলা, মুক্তা রহমান ও মৃত আলমগীরের ছোট শ্যালক তানভির।

উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান পোকন, রোজিনা আক্তার মুক্তা, নিলুফা আক্তার, হালিমা বিনতে হোসাইন, নার্গিস স্বপ্না, আফরোজা পারভিন, মোঃ মনির হোসেন ভূঁইয়া, রাসেল রহমান আখন্দ, মোঃ ওমর ফারুক খান, মোঃ সেলিম রেজা, মোঃ নূর মোহাম্মদ টিপু, পারভেজ, সৈয়দ মোহাম্মদ বদরুদ্দোজা, মোঃ সফিউল্লাহ সরকারসহ আরো অনেকে। উল্লেখ্য, বাংলাদেশ ’৮৮ চাঁদপুর জেলা প্যানেল থেকে এর আগে বন্ধু আলমগীরের চিকিৎসার জন্য ৭৬ হাজার টাকা অনুদান দেয়া হয়। তার মৃত্যুর পর জেলা প্যানেলের ২৪ হাজার ৫শ’ এবং চ্যারিটি ফোরাম থেকে ৮০ হাজার টাকাসহ মোট ১ লাখ সাড়ে ৪ হাজার টাকা আলমগীরের স্ত্রীর হাতে তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়