শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বাবুরহাটে আধুনিক টয়লেট নির্মাণ

বাদল মজুমদার ॥
বাবুরহাটে আধুনিক টয়লেট নির্মাণ

বাবুরহাট বাজারের মতলব রোডের চৌমাথার আশেপাশে একটি আধুনিক টয়লেট নির্মাণ করার দাবি ছিল দীর্ঘদিনের। জনগণের সেই দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। মতলব রোডের চৌমাথার পশ্চিম পাশে ভূঁইয়া সুপার মার্কেট ও মুন্নী এন্টারপ্রাইজের নিকটে নির্মিত চলছে আধুনিক টয়লেট। চাঁদপুর জেলা পরিষদের গত ১৬ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় আধুনিক টয়লেট নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ করা হয়।

এ সময় নির্মাণ কাজ পরিদর্শন করেন চাঁদপুর জেলা পরিষদ প্রধান প্রৌকশলী মোঃ ইকবাল হোসেন, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব বাদশা খান, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক পলাশ কুমার দে প্রমুখ।

আধুনিক টয়লেট নির্মাণ কাজ পরিচালনা করছেন পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ মোজ্জাম্মেল হক পাটোয়ারী। তিনি সাংবাদিকদের জানান, বাবুরহাট মতলব রোডের চৌমাথায় বর্তমানে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। কিন্তু মা-বোনসহ বয়স্ক মানুষের চলাচলের মাঝে হঠাৎ টয়লেট সমস্যায় পড়তে হয়। তাই জনসাধারণের সুবিধার্থে আধুনিক টয়লেট নির্মাণ করা হচ্ছে। এ কাজে সহযোগিতার জন্যে ব্যবসায়ীরা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলকে আন্তরিক ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়