প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
প্রতীক নিয়ে মাঠে ফরিদগঞ্জের প্রার্থীরা
প্রতীক নিয়ে মাঠে নেমেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থীরা। সোমবার ১৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার থেকে প্রতীক গ্রহণ করেন প্রার্থীরা। দলীয় প্রতীক হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ড. মোহম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল), বিএনএম-এর প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান (নোঙ্গর), তরিকত ফেডারেশনের প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত (ফুলের মালা), তৃণমূল বিএনপি প্রার্থী আব্দুল কাদের তালুকদার (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ (ট্রাক) পেয়েছেন।