প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডঃ মহসীন খানের গণসংযোগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডঃ মহসিন খান গতকাল ১৮ নভেম্বর সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে লাঙ্গল প্রতীকের চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এরপর তিনি ষোলঘরস্থ নিজ চেম্বারে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। সন্ধ্যায় চাঁদপুর শহরের বিষ্ণুদী রোড হয়ে শহীদ মফিজ সড়ক, মাঝি বাড়ি এলাকা হয়ে কোড়ালিয়া রোডে গণসংযোগ করেন।
অ্যাডঃ মহসীন খান স্থানীয় জনগণের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আগামী ৭ জানুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় তার সাথে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী, যুবনেতা হারুন গাজী, কালুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।