প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে শামছুল হক ভূঁইয়ার সমর্থনে গণমিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া সোমবার (১৮ ডিসেম্বর) ঈগল প্রতীক পাওয়ার পর সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলাজুড়ে ঈগলের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এদিন সন্ধ্যায় উপজেলা সদরে বিশাল শোডাউনটি গণমিছিলে রূপলাভ করে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্যাহ তপাদার, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও বীর মুক্তিযোদ্ধারা।