প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সুজিত রায় নন্দীর প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গর্ভধারিণী প্রয়াত মা হীরণ প্রভা রায় নন্দীর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর হরিবোলা সমিতির আয়োজনে চাঁদপুর মহাশ্মশানে আয়োজিত প্রার্থনা সভায় পৌরোহিত্য করেন মহাশ্মশান মন্দির কমিটির সেবাইত অভিজিৎ চক্রবর্তী। এ সময় চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরআত্মানন্দজী মহারাজ, অপূর্ব মহারাজ, মন্দির কমিটির কিশোর কুমার শংকর, প্রবীর পোদ্দার, নারায়ণ মজুমদার, সংগ্রাম চন্দ, বিশ্বজিৎ সাহা, গৌরাঙ্গ সাহা, রিপন ভদ্র, তিমির নাহা, টুটন মজুমদার, তাপস রায়, সুজন সরকার, লক্ষ্মণ চন্দ্র মজুমদারসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।
ভক্তবৃন্দ প্রয়াত হীরণ প্রভা রায় নন্দীর আত্মার শান্তি কামনা করে বলেন, জীবদ্দশায় তিনি সামাজিক সেবামূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে অসহায় মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। আমরা তার পরম আত্মার শান্তি কামনা করছি, পরমেশ্বর ভগবান যেনো তাকে বৈকুণ্ঠ ধামে স্থান দেন।