প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক
হাজীগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করাসহ চুরি যাওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ১৫ আগস্ট শুক্রবার রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। শনিবার দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
চোরেরা হলো : হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামের মুন্সী বাড়ির মোঃ হাবীব (৩৫), বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের এসা গাজী বাড়ির মোঃ নাছির (২৮), দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়ির মোঃ রাকিব হোসেন (২৮) ও বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের মোঃ চাঁন মিয়া (২৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ নুরুল আলম, মোঃ নাজিম উদ্দীন, মোঃ খুরশিদুল আলম ও সহকারী উপ-পরিদর্শক পলাশ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে চোরাইকৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৪টি গ্যাস সিলিন্ডার বোতল, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা জব্দ এবং আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোঃ হাবিব, মোঃ নাছির, মোঃ রাকিব হোসেন ও মোঃ চাঁন মিয়াকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে হাজীগঞ্জসহ পাশর্^বর্তী জেলার বিভিন্ন উপজেলায় চুরি করে আসছিলো।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরেরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুরসহ আশপাশের জেলাসমূহের বিভিন্ন স্থানে চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।