প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক পর্যালোচনা সভা
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বুধবার (১৩ ডিসেম্বর) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্তে আইনশৃঙ্খলা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুরসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।