সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

প্রধান শিক্ষক দুলাল গোস্বামীর বিদায় অনুষ্ঠানে মোহাম্মদ আলী মাঝি

শিক্ষার্থীরা একজন ভালো মানের শিক্ষকের শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হলো

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষার্থীরা একজন ভালো মানের শিক্ষকের শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হলো

চাঁদপুর শহরের পুরাণবাজার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামীকে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করেন শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। আবেগাপ্লুত পরিবেশে ১৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী মাঝি। তিনি বিদায়ী প্রধান শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অল্প সময়ের মধ্যে তাকে বিদায় সংবর্ধনা দিতে হবে, তা ভাবি নাই। তবুও সংবর্ধনা দিতে হচ্ছে, যা আমাদের কাছে খুবই কষ্টের। দুলাল গোস্বামী একজন ভালো মানের শিক্ষকই ছিলেন না, মানুষ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত অমায়িক। আমি কতটুকু সুন্দর চেহারার অধিকারী হলাম তা কিন্তু আমার পরিচয় নয়, পরিচয় হলো আমি কতটুকু প্রকৃত মানুষ হতে পেরেছি। আর এই প্রকৃত মানুষ হওয়ার প্রাথমিক শিক্ষাটুকুই দিয়ে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। প্রাথমিক শিক্ষা যদি সঠিক না হয়, এখান থেকেই যদি শিক্ষার্থীগণ সঠিক শিক্ষা না পায়, মানুষকে সম্মান করার মানসিকতা তাদের মাঝে জেগে না উঠে, তাহলে ঐ শিক্ষার্থী যত টাকার মালিকই হোক না কেন এবং যত শিক্ষিতই হোক না কেন, তার কাছে ভালো কিছু আশা করা যাবে না। তাই আমাদের সন্তানদেরকে শৈশবেই প্রাথমিক স্তরে আদব-কায়দা শিক্ষা দিতে হবে। যাতে তারা বড়দের প্রতি সম্মান দেখায় এবং দেশ ও দেশের মানুষকে ভালোবাসে। তিনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।

বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি অ্যাডঃ জামিল হায়দারের সভাপ্রধানে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধ্রুব রাজ বণিক ও ফারজানা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন পাটওয়ারী, সি-হল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা নাসরিন, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি মোঃ ওমর ফারুকসহ আমন্ত্রিত অতিথিবর্গ। এ সময় বিদায়ী প্রধান শিক্ষকের সহধর্মিণী সিনিয়র সহকারী শিক্ষক তাপসী চক্রবর্তী, সহকারী শিক্ষক নাজনীন নবী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষমা বণিক, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকছুদুল মাওলা, হামিদা আক্তার, পুতুল রাণী দেবী, আবু নাসের, মোঃ পারভেজ, তাছলিমা নাজনীন, মোহছেনা আক্তার, সুব্রত রায়, নাছিমা আক্তার, অনুশ্রী ঘোষ, প্রিয়াংকা সরকার, নিপা মারওয়া, ফারজানা আক্তার, পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন খান শিপন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোবারক বেপারী, তানভীর আহমেদ, শিক্ষক-অভিভাবক কমিটির সদস্য তাপস কান্তি দত্তসহ শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। বিদায়ী প্রধান শিক্ষক প্রায় ৩ বছর ৫ মাস চাকুরিরত অবস্থায় থেকে অবসরপূর্ব ছুটিতে যান। চাকুরিকালীন তিনি মার্জিত আচরণ ও সুনামের সাথে তার দায়িত্ব পালন করায় তিনি তার সহকর্মী থেকে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে খুব আপনত্ব লাভ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়