প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক ও নৈশ প্রহরীর বিদায় সংবর্ধনা
হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হরিশ চন্দ্র সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম পাঠান ও নৈশ প্রহরী শাহআলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। কলেজকে গভর্নিং বডির সভাপতি সাবেক সচিব মোঃ শাহ কামালের পরামর্শক্রমে কলেজের অধ্যাপক অমল চন্দ্র দেবনাথকে আহ্বায়ক করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যাপকগণ ও কর্মচারীবৃন্দের আয়োজনে গত ১১ ডিসেম্বর কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যাতে সংবর্ধনার ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আবেদীন চৌধুরীর সভাপতিত্বে কলেজের পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ফরিদা ইয়াছমিনের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কে. এম. শাহাজাহান প্রধানীয়া। আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মোঃ আবু হানিফ, কলেজের অধ্যাপক মোঃ আরশাদ উল্যাহ, সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল উদ্দিন, বিদায়ী অধ্যাপক হরিশ চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক মাহাবুব হাসান, সহকারী শিক্ষক মাহাবুবুল আলম, নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম ও সাবেক ছাত্র ব্যাংকার আবু বকর পাটওয়ারী।
অনুষ্ঠানে কলেজের সকল অধ্যাপক, কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।