প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা
চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সোমবার রাতে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় অ্যাডঃ এম. এ. হালিমের চেম্বারে অনুষ্ঠিত সভায় অংশ নেন কচুয়ার আইনজীবীরা।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডঃ সহিদ উল্যাহ কায়ছার। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতিরি সাধারণ সম্পাদক অ্যাডঃ এম. এ. হালিম পাটওয়ারী।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ মোবারক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জসিম প্রধানিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মাসুদ প্রধানিয়া, সদস্য অ্যাডঃ দীপক দেবনাথ, অ্যাডঃ নাজমুল হক শিপন, অ্যাডঃ নাদিম হোসেন তালুকদার, অ্যাডঃ সানজিদ সানি প্রমুখ।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন সদস্যরা। এ সময় চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।