সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

শাহ্তলী জিলানী চিশতী কলেজে দুজন বিদায়ী শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
শাহ্তলী জিলানী চিশতী কলেজে দুজন বিদায়ী শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) আলেয়া চৌধুরী ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাহেরা আক্তারের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১১ ডিসেম্বর সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। তিনি বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় এই কলেজের যে ৬জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছ তোমাদের অভিনন্দন জানাচ্ছি। এ বছর কলেজটি সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। মফস্বলে ভালো ফলাফল করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং, তা তোমরা করতে পেরেছো তোমাদের নিজ যোগ্যতায়। তোমরা তোমাদের এ ফলাফল ধরে রেখে দেশের কল্যাণে নিয়োজিত করবে। আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা পেয়েছি। তা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ডিজিটাল করায়। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার তোমরাই কারিগর। তোমরা দেশ গড়ার কারিগর। প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সভাপতির ভূমিকা মূখ্য। আজকে দিনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেবের মাগফেরাত কামনা করছি। তোমাদের কলেজের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী একজন শিক্ষাবন্ধব ব্যক্তিত্ব। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করছেন।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ মাসুদুল আলম ভূঁইয়া, শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, বিদায়ী সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী ও সাহেরা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী তানজীলা আক্তারসহ অন্যরা।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বিদায়ী সহকারী অধ্যাপক (বাংলা) আলেয়া চৌধুরী ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাহেরা আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও উপহার এবং কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট, উপহার, ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, কামরুল হাসান, ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, মোঃ মানিক মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ মাহবুবুর রহমান, মোসাঃ মনোয়ারা খাতুন, ফরিদা ইয়াছমিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক কারী, ধর্ম-বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী, কলেজের সহকারী শিক্ষক নাছরীন আক্তার, হালিমা আক্তার, কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসানসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ক্বারী রিয়াদ হোসেন। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়