প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নানুপুরে সোনালী আদর্শ মডেল কিন্ডারগার্টেন এন্ড মাদ্রাসার উদ্বোধন
সোনালী আদর্শ মডেল কিন্ডারগার্টেন এন্ড মাদ্রাসা (একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান) গত ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের উত্তর নানুপুর জামে মসজিদ স্থানে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগাদী উত্তর নানুপুর জামে মসজিদের খতিব ও বাগাদী গাছতলা মাদ্রাসাতু ইশায়াতুল উলুমের উপাধ্যক্ষ মাওলানা মোঃ হারুনুর রশীদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্লাহ ইউসুফী, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন আনু বেপারী, ফরিদগঞ্জ নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু।
খাজা এনায়েত উল্লাহ একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা খাজা মোঃ জোবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনালী আদর্শ মডেল কিন্ডারগার্টেন এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসাইন পাটওয়ারী (সোহেল)। উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান, নানুপুর মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক বেলায়েত হোসেন বাবুল মিজি, পুরাণ আদালত পাড়া মা’আরিফুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি আঃ রহমান পাটওয়ারী (মোস্তফা), উত্তর নানুপুর জামে মসজিদের সভাপতি মোঃ মোজাহের হোসেন পাটওয়ারী, ডাক্তার ছায়েদুজ্জামান খান, বাগাদী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহানারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী আঃ রব টেলু গাজী, সার ও বীজ ডিলার মেসার্স পাটওয়ারী এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, মেসার্স সোনালী সার-বীজ ভান্ডার ও স্টেশনারি পরিচালক মেহেদী হাসান শুভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ মোঃ রাসেল হোসাইন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী আদর্শ মডেল কিন্ডারগার্টেন এন্ড মাদ্ররাসার পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল হাসান রবি।