মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০

শ্রদ্ধা আর ভালোবাসায় চাঁদপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্‌যাপন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বিন্ম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় চাঁদপুর জেলার সর্বত্র ১৫ আগস্ট রোববার উদ্‌যাপিত হয়েছে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে থাকে এ দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের মাঝে জোরালো দাবি ছিলো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্যে গণতদন্ত কমিশন গঠন করার।

১৫ আগস্ট রোববার চাঁদপুর জুড়ে নানা কর্মসূচিতে ছিলো শোকের আবহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কণ্ঠে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

রোববার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। এখানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ, কলেজ কর্তৃপক্ষ, জেলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই, চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার, জেলা কারাগার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা আইনজীবী সমিতি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আড়াইশ’ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ব্র্যাক, সড়ক বিভাগ, সাহিত্য একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এর আগে রোববার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

বাদ আছর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসনের আলোচনা সভা, অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে জাতির পিতার জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত ও প্রার্থনা সভা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ব্যানারে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় চাঁদপুর শহরে শিক্ষামন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে।

এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়াল পদ্ধতিতে) স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী ও সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুসহ নেতৃবৃন্দ।

এছাড়া জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং চাঁদপুর আউটার স্টেডিয়ামে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।

জেলা আওয়ামী লীগের আলোচনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোঃ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ নেতৃবৃন্দ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় রোববার যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়