মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুর বিচার বিভাগ ও আইনজীবী সমিতির জাতীয় শোক দিবসের সভা

বঙ্গবন্ধু বিচার বিভাগকে নিয়ে আলাদা করে ভেবেছেন : জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান

বঙ্গবন্ধু বিচার বিভাগকে নিয়ে আলাদা করে ভেবেছেন : জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন করেছে চাঁদপুর বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতি। রোববার ১৫ আগস্ট দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু সবসময় শোষিতের পক্ষে ছিলেন। আর তাই সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার পায় তা আমাদের নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু বিচার বিভাগকে নিয়ে আলাদা করে ভেবেছেন এবং বিচার বিভাগের আধুনিকায়ন চেয়েছেন। তিনি আরও বলেন, আমাদের চাঁদপুরের বিচার বিভাগে বার এবং বেঞ্চের মধ্যে সুন্দর সমন্বয় বিদ্যমান রয়েছে।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াছমিন, যুগ্ম জেলা ও দায়রা জজ অরুণ পাল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষসহ অন্য বিচারকগণ।

জেলা জজ আদালতের সহকারী জজ মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহছান হাবীব, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জিপি অ্যাডঃ আবদুর রহমান, সাবেক সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, আলহাজ অ্যাডঃ শেখ মোঃ জহিরুল ইসলাম,জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডঃ আমানউল্লা, সমিতির সদস্য অ্যাডঃ নাসির উদ্দিন চৌধুরী, অ্যাডঃ মোঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ কাজী আঃ গফুর, অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ মোঃ শহীদউল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ মোঃ বদিউজ্জামান কিরণ, অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ রুমানা আফরোজ খান, অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া, অ্যাডঃ জসিমউদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান, অ্যাডঃ মোঃ হেলাল উদ্দিন , অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির সুমন প্রমুখ।

আলোচনা শেষে বিচার বিভাগের আয়োজনে ও জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় বাবুরহাটস্থ একটি এতিমখানায় শিশুদের মাঝে খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। জেলা ও দায়রা জজসহ বিচারক এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়