প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উবি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় শোক দিবস-২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে আজকের দিবসটি পালন করা হচ্ছে। এ দিবসের মাধ্যমে নতুন প্রজন্ম ও শিক্ষার্থীরা দিবসটির তাৎপর্য সম্পর্কে জানবে। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ঘাতকরা হত্যা করে। রাষ্ট্রীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ১৫ই আগস্ট। করোনাকালীন সময় আমরা ভার্চুয়ালি জাতীয় শোক দিবসের প্রোগ্রামটি করেছি। বক্তারা এই দিবসের তাৎপর্য ও বঙ্গবন্ধুর জীবনী এবং স্বাধীনতা আন্দোলন নিয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন। মাত্র ৯মাসে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, আলেয়া চৌধুরী, মোঃ জিয়াউর রহমান, প্রভাষক হানিফ মিয়া, জহিরুল ইসলাম খান মুরাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আফরিন আক্তার, আকলিমা আক্তার পুষ্প, এশা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাহেলা আক্তার ও সাদিয়া আক্তার।
জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সহ প্রতিষ্ঠান প্রধানগণ।
অনুষ্ঠান শেষে দোয়া আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোঃ সাঈদ খান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।