মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

মতলবে সাংবাদিকদের সাথে পুলিশের প্রেস ব্রিফিং
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার বহুল আলোচিত ১৯ মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী ফয়সাল আহম্মেদ রুবেল (৩২) ওরফে পোল্ট্রি রুবেলকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। এ নিয়ে ১১ আগস্ট রাতে মতলব দক্ষিণ থানার সার্ভিস ডেলিভারি কক্ষে (গোলঘরে) সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত। এ সময় তিনি বলেন, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান উপাদী উত্তর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ফয়সাল আহম্মেদ রুবেল ওরফে পোল্ট্রি রুবেলকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। রুবেল মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাদী ঘোষপাড়া মহল্লার মৃত খসরু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ১৫টি মাদক মামলা এবং ৪টি অন্যান্য মামলা রয়েছে। ৫২ পিচ ইয়াবাসহ আটকের পর মাদকের আরেকটি নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।

একইদিন এএসআই মোঃ সামছুদ্দীন ভূঁইয়া পৌরসভার উত্তর দিঘলদী এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ শামীম (২৬)কে গ্রেফতার করে। সে খাদেরগাঁও ইউনিয়নের উত্তর ঘিলাতলী গ্রামের মনির হোসেন গাজীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর মতলব দক্ষিণ প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, ওসি (তদন্ত) মোহাম্মদ মফিজুল ইসলাম, সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, ৭১ টিভি প্রতিনিধি ফজলে রাব্বি ইয়ামিন, আমাদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চঞ্চল, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল দেওয়ান, এসআই হাবিবুর রহমান, এএসআই সামছুদ্দিন ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়