শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে নিসচার সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
প্রবীর চক্রবর্তী ॥

নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়কে স্থাপিত হলো সচেতনামূলক বিলবোর্ড। শনিবার উপজেলার ফরিদগঞ্জের চান্দ্রা-গাজীপুর সড়কে ৪টি যথাক্রমে চান্দ্রা রাঢ়ী বাড়ি সংলগ্ন ১টি, মদনেরগাঁও খান বাড়ির সামনের সড়কে ১টি, চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক সংলগ্ন ১টি, মদনেরগাঁও ঠাকুর বাড়ি সংলগ্ন সড়কে ১টি। চাঁদপুর-রায়পুর সড়কে ৭টি যথাক্রমে সেকদি-টুবগী রাস্তার পাশে ১টি, শোভান রাস্তার পাশে ২টি, ধানুয়া বাজার সংলগ্ন সড়কে ১টি, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিস সংলগ্ন সড়কে ১টি, নয়ারহাট বাজার সংলগ্ন সড়কে ১টি এবং মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সামনের সড়ক সংলগ্ন ১টি বিলবোর্ড স্থাপন করা হয় ।

এ ব্যাপারে নিসচা’র ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বারাকাত উল্লাহ পাটওয়ারী বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠনটি সড়ক দুর্ঘটনা রোধে নানাবিধ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিক অংশ হিসেবে ফরিদগঞ্জের দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে বিলবোর্ড স্থাপন করা হলো। ঝুঁকিপূর্ণ সড়কে বিলবোর্ড স্থাপনের কাজ চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়