প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল](/assets/news_photos/2023/02/28/image-30143.jpg)
বর্ণাঢ্য আয়োজনে মেঘনার পূর্ব পাড়ের জমিদার পরিবারের প্রতিষ্ঠিত ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য সৈয়দ আহসান উল্যা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য জমিদারদের বংশধর সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
উক্ত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ খোরশেদ আলম মিন্টু, অভিভাবক সদস্য মোঃ ফারুক খান, মোঃ রিয়াদ হোসেন, মোঃ নজরুল ইসলাম সুমন, মোঃ আজাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ বিএসসি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজী সফর আলী, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান, শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহাম্মেদ, বরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাংগীর আলম নান্টু প্রমুখ ।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে সৈয়দ মেহেদী হাসান চৌধুরী তার পূর্ব পুরুষ জমিদারদের গণমানুষের জন্যে সেবামূলক কার্যক্রমের বিশদ বিবরণ দিয়ে বলেছেন, ১শ’ ১০ বছর আগে এই রূপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়টি যাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে তাঁদের অন্যতম হচ্ছেন মরহুম সৈয়দ আহম্মদ চৌধুরী, মরহুম সৈয়দ আবদুল লতিফ চৌধুরী ও মরহুম সৈয়দ আবদুল হাই চৌধুরী। তিনি আরো বলেছেন, আমাদের পূর্ব পুরুষ মেঘনা পাড়ের জমিদার পরিবার চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান জায়গাসহ উপজেলার বিভিন্ন স্থানে জমিদারদের ৩ হাজার ৫শ’ একর জায়গা জনহিতকর কাজে দান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
আলোচনা সভা শেষে দোয়া করেন সন্তোষপুর দবার শরীফের পীর বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবদুল করিম বিন মোহাম্মদ।