প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জের মুকুন্দসারে দুটি বসতঘর পুড়ে গেছে](/assets/news_photos/2023/02/27/image-30099.jpg)
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম মুকুন্দসার মোল্লার বাড়িতে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা। ২৬ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের সময় এ ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোঃ বিল্লাল মোল্লা (পিতা : মৃত রজব আলী), ইউছুফ মোল্লা (পিতা : মোঃ বিল্লাল হোসেন মোল্লা)র নতুন বাড়িতে দুটি টিনের চৌচালা বসত ঘর ও একটি রান্না ঘর পুড়ে গেছে। মাগরিবের নামাজের পূর্বে কীভাবে আগুন লেগেছে তা নির্ণয় করা যায়নি। মুহূর্তের মধ্যে বিল্লাল ও তার পরিবারের সদস্যদের সম্মুখেই ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়। তাদের ডাকচিৎকারে আগুনের লেলিহান শিখা দেখে চারপাশের লোকজন ছুটে আসে। মতলব থেকে ফায়ার সার্ভিস আসার পূর্বেই ঘর এবং ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণ অলঙ্কার, কাপড়-চোপড়, জায়গা-জমির দলিলপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া আর সবই পুড়ে গেছে।
তাৎক্ষণিক খবর পেয়ে রাজারগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আঃ হাদী মিয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে যান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।