বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মধ্য শাহ্তলী কাদেরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের অন্তর্গত ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলায় হার জিত থাকবে। এতে তোমরা কেউ মন খারাপ করবে না। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। খেলাধুলার মাধ্যমে মনমানসিকতার পরিবর্তন হয়। এখানে সকল শিক্ষার্থীর ইউনিফর্ম রয়েছে। তোমাদের বিদ্যালয়ের সভাপতি সোহেল রুশদী তোমাদের ইউনিফর্ম দিয়েছেন। এজন্যে আমি তোমাদের সভাপতিকে ধন্যবাদ জানাই। এ বিদ্যালয়ে ভালো রেজাল্ট ও মডেল হিসেবে গড়ে তোলার জন্য সভাপতি মহোদয় ও প্রধান শিক্ষকসহ সকলে চেষ্টা করে যাচ্ছেন। করোনার কারণে আমাদের বার্ষিক ক্রীড়াসহ সহশিক্ষা কার্যক্রম গ্রহণে কিছুটা সমস্যা হয়েছে। আমি চাই তোমরা খেলার মাধ্যমে জাতীয় পর্যায়ে যেতে পারবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে। এতে শিক্ষার্থীরা আনন্দিত। করোনার ধকল কাটিয়ে আজকে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সহকারী শিক্ষা অফিসার রাবেয়া ম্যাডাম খুবই আন্তরিক একজন মানুষ। আজকের এ অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের জন্যে অনেক আনন্দের। যেমন খুশি তেমন সাজের মাধ্যমে বুঝা যায়, আজকের অনুষ্ঠান খুবই সুন্দর ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হয়েছে। যে বঙ্গবন্ধু সেজেছে সে খুব ভালো বক্তব্য দিয়েছে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উপজেলা বিআরডিবি’র সাবেক কর্মকর্তা মোঃ সলেমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারী শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারী শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারী শিক্ষিকা তানজিনা খানম, সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার, অভিভাবক সুরাইয়া খাতুন, অভিভাবক হাসান মুন্সি, ফরিদা বেগম, কুহিনুর বেগম, কুলছুমা বেগম, হাসিনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার। অতিথিদের ব্যাজ পরিধান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়