প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইফার আলোচনা ও দোয়া](/assets/news_photos/2023/02/23/image-29943.jpg)
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর শহরের ফিশারী গেটস্থ ইফার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম।
ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। মাওলানা মোঃ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আসাদুজ্জামান। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মাওলানা এমএ খালেক। উপস্থিত ছিলেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সালাউদ্দিনসহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।