বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের সভা বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ॥

‘পদযাত্রা’র নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগ। গতকাল সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্মণ্ডআহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবলীগ মাঠে আছে এবং আগামীতেও থাকবে। আমরা শক্তিশালী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনি শক্তিশালী হবে। তাই সকলকে তাদের অবস্থান থেকে শক্তিশালী হতে হবে। বিএনপি ক্ষমতায় আসা দুঃস্বপ্ন। তাদের নেতৃত্ব নেই। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে জেলে। তারেক জিয়া ১৩ হাজার মাইল দূরে। তাই বিএনপি নেতৃত্ব শূন্য। তিনি বলেন, বিএনপি ও জামাত নির্লজ্জ। ২০০১-৬ পর্যন্ত তাদের তাণ্ডবে সারাদেশে মানুষ ঘরে থাকতে পারেনি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। আমরা কেউ কারো সমালোচনা না করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনির উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। নিজের জন্যে হলেও ভোটে আমাদের জিততে হবে। যেখানে বিএনপি-জামাত নৈরাজ্য সৃষ্টি করবে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করবো।

সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্মণ্ডআহ্বায়ক সিমুল হাসান শামনুর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্মণ্ডআহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুল মালেক শেখ, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, জিয়াউল আমিন দীপু, পৌর যুবলীগের সিনিয়র যুগ্মণ্ডআহ্বায়ক ও কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্মণ্ডআহ্বায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম মাল, পৌর ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহেল প্রমুখ।

জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজীসহ জেলা, সদর উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভা ১৫টি ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়