বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

কাল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ॥ চাঁদপুর পৌর এলাকায় ব্যাপক প্রস্তুতি
বিমল চৌধুরী ॥

সারাদেশের ন্যায় আগামীকাল ২০ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর পৌর এলাকায় অনুষ্টিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। পৌর এলাকার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি প্রতিটি বাবা-মা নিজ আগ্রহে তাদের শিশুদের এদিন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য অত্যন্ত জরুরি। যা খেলে শিশুর রাতকানা, অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূরীকরণ, শিশুর শারীরিক বিকাশসহ শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায়। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে ১টি করে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে ১টি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

চাঁদপুর পৌর এলাকায় এ ক্যাম্পেইন সম্পন্ন করতে চাঁদপুর পৌরসভা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে পৌর স্বাস্থ্য কর্মকর্তা হানিফ গাজী জানান। তিনি বলেন, এদিন চাঁদপুর পৌরসভার ৮৩টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ১নং ওয়ার্ডের দাতব্য চিকিৎসালয়, ২নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় ও তিব্বীয়া কলেজ, ৩নং ওয়ার্ডের জেটিএচ অফিস ও উদয়ন কচিকাঁচা, ৪নং ওয়ার্ডের ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের গফুর মিজি স্কুল, ৬নং ওয়ার্ডের চাঁদপুর সদর হাসপাতাল ও ওয়াইডব্লিউসিএ স্কুল, ৭নং ওয়ার্ডের মাদ্রাসা রোড স্কুল, টিলা বাড়ি ও শরীফ মালের বাসা, ৮নং ওয়ার্ডের শপথ চত্বর ও কোড়ালিয়া স্কুল, ৯নং ওয়ার্ডের মাঝি বাড়ি, ১০নং ওয়ার্ডের কদমতলা স্কুল, ইঞ্জিনিয়ার রব সাহেবের বাসা, উদয়ন ক্লাব ও হাফেজ সাহেবের বাসা, ১১নং ওয়ার্ডের ডাঃ মান্নান সাহেবের বাসা, ১২নং ওয়ার্ডের জেটিএচ অফিস ও নাজিরপাড়া, ১৩নং ওয়ার্ডের হানী ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতাল, ১৪নং ওয়ার্ডের সামু গাজীর বাড়ি ও বিষ্ণুদী স্কুল, ১৫নং ওয়ার্ডের বোর্ড অফিস স্কুল ও ব্যাংক কলোনী। এছাড়া বাদপড়া শিশুদের পরদিনও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়