প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে হাইমচর উপজেলার এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এবং নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক সরদার মোঃ মাহাবুবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহাম্মদ আলী মাস্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি এসএম আল মামুন (সুমন)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দীপু পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম ফকির, ইলিয়াস লিটন প্রমুখ।
বিকেল ৩টায় নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আল মামুন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বেনজির আহাম্মদ, আমিন মিজি, টিটু জমদ্দার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, শিক্ষক শফিক, মাওলানা আলমগীর, নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক প্রশান্ত কুমার দাস, আবুল খায়ের, আলী আকবরসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।