প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![কচুয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ](/assets/news_photos/2023/02/16/image-29677.jpg)
কচুয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ছিলেন। আধুনিক ফুটবল খেলা এবং আবহনী ক্রীড়া চক্র গড়ে তুলতে শিশু থেকে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করে শেখ কামাল দৃষ্টান্ত স্থাপন করেছেন। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠে। আসুন, সবাই শেখ কামালকে অনুসরণ করে নিজেদের মেধা বিকাশে জাতীয় ক্ষেত্রে অবদান রাখি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনা বাংলা গড়তে তরুণ ছেলে-মেয়েরা খেলাধুলায় জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলে মিলে দেশরত্ন শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র মোঃ নাজমুল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।