বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

দেশের সাধারণ মানুষকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বেসরকারি পর্যায়ে পরিচালিত গণগ্রন্থাগার সমূহ। ব্যক্তি পর্যায়ে গড়ে ওঠা এসব গ্রন্থাগার পরবর্তীতে সরকারি গণগ্রন্থাগারের মাধ্যমে নিবন্ধিত হয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব গ্রন্থাগার মিলে গঠিত হয়েছে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ। নিয়ম মেনে চাঁদপুর জেলায়ও রয়েছে এর কার্যক্রম। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় চাঁদপুর সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আগামী ৩ বছরের জন্যে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ চাঁদপুর শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবরূপ পাঠাগার চাঁদপুর সদরের পরিচালক মোঃ বিল্লাল হোসেনকে সভাপতি এবং মরহুম শামছুল হক স্মৃতি পাঠাগার, হাজীগঞ্জের পরিচালক মোঃ জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যগণ হলেন : সহ-সভাপতি কাজী মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, কোষাধ্যক্ষ কাজী মোঃ আনোয়ার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইমরান, দপ্তর সম্পাদক মোস্তফা শাহরিয়ার তানজিম, কার্যকরী সদস্য মোঃ নূরুল আমিন বোরহান, মকবুল হোসেন খান ও মোঃ বজলুর রহমান। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বেসরকারি গণগ্রন্থাগারকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়