প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি হলেন শামীম](/assets/news_photos/2023/02/15/image-29646.jpg)
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পুনরায় সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী এমআর শামীম। ১২ ফেব্রুয়ারি রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক এ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেয়া হয়। শামীম এর আগে ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য, স্থায়ী দাতা সদস্য এবং এডহক কমিটির সভাপতি হিসেবে আরো এক মেয়াদ দায়িত্ব পালন করেছিলেন।
জানা গেছে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৩৯-এর আলোকে এডহক কমিটি আগামী ৬ মাস কার্যকর থাকবে। কমিটিতে প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া জেলা শিক্ষা অফিসার মনোনীত মোঃ কবির আহমদ ওসমানী (শিক্ষক প্রতিনিধি) ও জেলা প্রশাসক মনোনীত মোঃ ইব্রাহিম খান (অভিভাবক প্রতিনিধি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এমআর শামীম বালিয়া ইউনিয়নের কৃতী সন্তান। তিনি সাপদী গ্রামের মরহুম হাজী মোঃ জমির হোসেন পাটওয়ারীর সন্তান। বর্তমানে তিনি ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বাংলাদেশ স্পোর্টস গুডস্ মার্চেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই’র সদস্য।