প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই](/assets/news_photos/2023/02/15/image-29644.jpg)
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
১৩ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।
প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান।
ইউএনও আশরাফুল হাসান তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সুস্থ জাতি, সুস্থ দেহ ও সুস্থ মন গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলেই এ খাতকে সবসময় প্রধানমন্ত্রী প্রাধান্য দিয়ে আসছেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার বলেই তাঁর সময় দেশে ও দেশের বাইরে ক্রীড়ার উল্লেখযোগ্য বিকাশ সাধিত হয়েছে।