প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চল্লিশতম জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে মানপ্রাপ্ত শিল্পী এবং গুণীজনদের সম্মাননা দিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখা। ১১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান চাঁদপুর উদয়ন কচি-কাঁচার মেলার অডিটোরিয়ামে উৎসবসুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে শিল্পী, কলাকুশলী, অভিভাবক ও সঙ্গীতপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় পর্যায়ে মানপ্রাপ্ত শিল্পী এবং গুণীজনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি বিশিষ্ট সংগঠক মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কথাশিল্পী রফিকুর রশিদ, কথা সাহিত্যিক অধ্যাপক ড. সরকার আঃ মান্নান, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কৌশিক মজুমদার, চাঁদপুর সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ বিশিষ্ট সংগীত শিল্পী স্বপন সেনগুপ্ত, বিশিষ্ট ছড়াকার ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, লেখক ও সাহিত্যিক মাহবুবুর রহমান সেলিম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, চাঁদপুর উদয়ন কচি-কাঁচার মেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস প্রমুখ।
চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত প্রতিষ্ঠান আনন্দধ্বনি সংগীত প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবীন্দ্র সংগীতে অনন্য মানপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী পূরবী দে সিমন্তি। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবের আমেজ। তুমুল করতালির মধ্য দিয়ে সম্মাননা প্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। পরে শিল্পীদের উদার কণ্ঠে পরিবেশিত রবীন্দ্র সংগীতে অডিটোরিয়ামে পিন পতন নীরবতা নেমে আসে। মন্ত্রমুগ্ধের মত শ্রোতারা বিমোহিত হয়ে পড়েন শিল্পীদের পরিবেশিত সঙ্গীতে। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ থেকে আগত রবীন্দ্র সংগীত শিল্পী কৌশিক মজুমদার, স্থানীয় সংগীত শিল্পী স্বপন সেনগুপ্ত, রফিক আহমেদ মিন্টু, নিবেদিতা দাস ও মহিমা লোধ। কবিতা আবৃত্তি করেন আবুবকর সিদ্দিক, রফিক আহমেদ মিন্টু, চয়ন সাহা, রিয়া চক্রবর্তী ও পূরবী দে। নৃত্য শিক্ষক আভা শংকর অপুর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন কাব্য কণিকা ঘোষ, নন্দিতা সাহা কথা, পূজা সাহা, জয়শ্রী দে ও দোলা দেবনাথ। সম্মাননা অনুষ্ঠানে সকলকে মিষ্টিমুখ করানো হয়।