প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা করা হয়েছে। শনিবার ১১ ফেব্রুয়ারি উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের নাওপুরা বাজার সহ বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম লিটন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী হারিছ, যুগ্ম আহ্বায়ক ওলি উল্যাহ, সদস্য ইঞ্জিঃ রমজান রুবেল, ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক হাবীবসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ ১০ দফা দাবিতে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করে বিএনপি।