বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্ত্রীর মামলায় কাজী ওমর ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাজী ওমর ফারুকের বিরুদ্ধে মতলব উত্তর বিচারিক আদালতে সিআর ৫০৫/২২ মামলা করেন প্রথম স্ত্রী সারমিন আক্তার। মামলা সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীকে রেখে প্রতারণা করে গোপনে দ্বিতীয় বিয়ে করেন কাজী ওমর ফারুক। দ্বিতীয় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে প্রথম স্ত্রীকে দিয়ে দ্বিতীয় স্ত্রীকে ১নং ও কাজী ওমর ফারুকে ২নং আসামী করে সাজানো একটি মিথ্যা মামলা করান। উক্ত মামলায় দ্বিতীয় স্ত্রীর নামে ওয়ারেন্ট ইস্যু হয়। এতে দ্বিতীয় স্ত্রী দীর্ঘদিন জেল খাটেন। নিজের পাতানো সেই মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় গত ৭ ফেব্রুয়ারি বিজ্ঞ বিচারক (আমলী আদালত, মতলব উত্তর) কর্তৃক পলাতক আসামী কাজী ওমর ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা (নং ২/২৩) দায়ের করে। উক্ত মামলা উঠিয়ে নেয়ার জন্যে দ্বিতীয় স্ত্রীকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসাবেন বলে তাকে হুমকি দিয়ে আসছেন প্রতারক কাজী ওমর ফারুক।

জানা যায়, কাজী ওমর ফারুকের বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা চলমান আছে। সিএনজি অটোরিকশা চালকের লাইসেন্সের কাগজপত্র করে দেয়ার নামেও তিনি বহু টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। তাই ভুক্তভোগীগণ এই প্রতারকের হাত থেকে বাঁচার জন্যে পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা চান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়