প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![কচুয়ায় আগুনে পুড়েছে ৭ দোকান](/assets/news_photos/2023/02/13/image-29557.jpg)
কচুয়ার খিড্ডা বাজারে এক অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে ওই বাজারের সুলতান আহমেদের সার ও কীটনাশক দোকান হতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। এতে ৭ দোকানের মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে : সুলতান আহমেদের ভ্যারাইটিজ স্টোর ও সার দোকান, জিলানী মিয়ার মোবাইল ও কম্পিউটার এবং হানিফ মিয়ার ডেকোরেটরের দোকান। খবর পেয়ে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।