প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন এসএম আনওয়ারুল করীম](/assets/news_photos/2023/02/13/image-29556.jpg)
দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এসএম আনওয়ারুল করীম। গত ০৩ ফেব্রুয়ারি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান তাকে আনুষ্ঠানিকভাবে এ পদে অভিষিক্ত করেন। ওইদিন পত্রিকার প্রতিনিধি সমাবেশে পত্রিকার সাবেক এ প্রধান সম্পাদকের প্রতি তিনি নতুনভাবে এ গুরুদায়িত্ব অর্পণ করেন।
জনাব এসএম আনওয়ারুল করীম ব্যক্তি জীবনে জাতীয় পত্রিকার কলাম লেখক, গবেষক ও শিক্ষানুরাগী। তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক, দৈনিক আমার চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক এবং হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের সাবেক লেকচারার ছিলেন। বাংলাসাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রতিভাধর এ সাংবাদিক বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ধর্মীয় আলোচক, উপস্থাপক ও বহু গ্রন্থপ্রণেতা। তিনি তার নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।