বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুরে পদযাত্রা কর্মসূচিতে হামলায় বিএনপির ৮ জন আহত
স্টাফ রিপোর্টার ॥

কেন্দ্র ঘোষিত বিএনপির ১০ দফা দাবি আদায়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছেন। ১১ ফেব্রুয়ারি বিকেলে কাশিমবাজারে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের উপর হামলা করেছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জু, সাবেক ইউপি সদস্য সফিউদ্দিন বন্ধুকশী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর সরদার, যুগ্ম আহ্বায়ক তুহিন বন্ধুকশী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল খান, ছাত্রদল নেতা গফুর খন্দকার ও কাউসার আখন্দ আহত হয়েছে।

তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জু জানান, ইউনিয়নের কাশিমবাজার এলাকায় পূর্বঘোষিত আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলছিল। হঠাৎ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল সহকারে মিছিল নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং নেতা-কর্মীদের আহত করে। হাসপাতাল সূত্রে জানা যায়, হামলায় আহত সাতজন প্রাথমিক চিকিৎসা নেয়ার পর একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিটি স্ক্যান করার জন্যে প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে সন্ধ্যার পর চাঁদপুর শহরে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মী আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়