প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জের ৫নং গুপটিসহ সমগ্র উপজেলায় বিএনপির পদযাত্রা](/assets/news_photos/2023/02/13/image-29554.jpg)
তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র ১৫ ইউনিয়ন শাখা। ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টা থেকে কর্মসূচি শুরু হয়ে চলে বিকেলে পর্যন্ত।
৬নং গুপটি ইউনিয়নের গল্লাক বাজারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে পদযাত্রা বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ মোঃ মনির পাটোয়ারী, সদস্য মোঃ জাহাঙ্গীর সরদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক বাবুল মণ্ডল, ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ খন্দকার, মোঃ মামুন, আমিন সওদাগর, মোঃ মিজান, হাফেজ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ মজুমদার, এমরান হোসেন, যুবদল নেতা মাহিন হোসেন, হেলাল মজুমদার শিমুল, আব্দুল কাদের, সুমন চৌধুরী, মনির সরদার, সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়েজ মিজি, সদস্য সচিব শাহাজাহান, ছাত্রদলের সভাপতি আতিক সম্পাদক রাসেলসহ ৫নং গুপটি ইউনিয়নের সহস্রাধিক নেতা-কর্মী।
উল্লেখ্য, এদিন উপজেলার ১৫টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের নেতৃত্বে নিজ নিজ ইউনিয়নে পদযাত্রা সফলভাবে সম্পন্ন হয়। উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নান বিভিন্ন ইউনিয়নের পদযাত্রা মনিটরিং করেন।