প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![জেলা পুলিশ বনাম চাঁদপুর প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ](/assets/news_photos/2023/02/13/image-29552.jpg)
বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ বনাম চাঁদপুর প্রেসক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি রোববার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
১৬ ওভার করে এই প্রীতি ক্রিকেট ম্যাচে জেলা পুলিশ ও চাঁদপুর প্রেসক্লাবের ১১ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন। জেলা পুলিশ ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ ও সহকারী অধিনায়ক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। চাঁদপুর প্রেসক্লাব ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সহকারী অধিনায়ক ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
প্রীতি ক্রিকেট ম্যাচে টসে জিতে জেলা পুলিশ টিম ফিল্ডিং নিলে প্রথমে চাঁদপুর প্রেসক্লাব ব্যাটিংয়ে নামে। ১৬ ওভারে চাঁদপুর প্রেসক্লাব জেলা পুলিশ টিমকে জয়ের জন্যে ১১৪ রানের টার্গেট দেয়। পরে ১১৪ রানের টার্গেট নিয়ে জেলা পুলিশ টিম ৬ উইকেটে ১১৪ রান করে জয়লাভ করে।